বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ন
নোটিশ
ডোনাল্ডের চোখে টাকার ‘ভিনগ্রহের কেউ
/ ১৫
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ২:৩৮ অপরাহ্ন

আলো ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে ৫১ রানে ৫ উইকেট হারানোর পরও সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে আয়ারল্যান্ড। তাদের সেই প্রতিরোধ গড়ার পেছনে বড় ভূমিকা লরকান টাকারের। অভিষেক টেস্টেই তিন অঙ্কের দেখা পাওয়া টাকার এই ফরম্যাটে আইরিশদের হয়ে দ্বিতীয় সেঞ্চুরিয়ান। তার এই দৃঢ়চেতা ইনিংসের প্রশংসা করেছেন প্রতিপক্ষ দলের কোচও। টাইগারদের বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের চোখে টাকার ‘ভিনগ্রহের কেউ’ (আউট অব দিস ওয়ার্ল্ড)।

তবে সেঞ্চুরি করেই থেমেছেন এই আইরিশ ব্যাটার। বাংলাদেশি বোলারদের পরীক্ষা নেওয়া টাকার ১৬২ বলে ১০৮ রান করেছেন। টাইগার পেসার এবাদত হোসেনের বলে কভার ড্রাইভ করতে গিয়ে শরিফুল ইসলামের তালুবন্দী হন তিনি।তার এমন লড়াকু ইনিংস মনে ধরেছে টাইগার পেসারদের গুরু ডোনাল্ডের, ‘আমরা জানতাম আজকে মাঠে এসে কাজটা সহজ হবে না এবং আয়ারল্যান্ড ব্যাটিংয়ে ভালোই স্থিতিশীলতা দেখিয়েছে। তারা যা করতে পারে, এর প্রতি আমরা কোনো অসম্মান দেখাইনি। আমার মনে হয় টেক্টর এবং শুরুর দিকে পিটার মুর খুব ভালো খেলেছে। টাকার আউট অব দিস ওয়ার্ল্ড (ভিনগ্রহের কেউ) ব্যাটিং করেছে। আমি মনে করি এটি একটি দুর্দান্ত ইনিংস।’ডোনাল্ড আরও বলেন, ‘যেভাবে আমাদের স্পিনার ও পেসারদের বিপক্ষে সে তার ফিড ব্যবহার করেছে, সঠিক চ্যানেলে এসেছে, এটা দারুণ। সে প্রতি আক্রমণ করেছে, আর অন্য প্রান্তেও পেয়েছে মুর ও ম্যাকব্রাইনের মতো খুব ভালো সঙ্গী। মুরের সঙ্গে তার জুটিটা অসাধারণ ছিল। টাকারের সেঞ্চুরিটাও দুর্দান্ত।’আয়ারল্যান্ড দলের এরকম দৃঢ় মানসিকতা প্রসঙ্গে ডোনাল্ড বলেন, ‌‌‌‘তারা আসলেই সহনশীলতা, ধৈর্য ও সাহস দেখিয়েছে। একদম সত্যিকারের সাহস। এতদিন পর টেস্ট খেলতে নেমে তারা যে সাহস দেখিয়েছে, তাদের জন্য হ্যাটস অফ। আমার মনে হয় তারা সত্যিই গর্বিত হতে পারে। আমি এখানে বসে একটা দলকে নিয়েই শুধু বলতে পারি না। তাদের অসাধারণ সংগ্রামের কথাও স্বীকার করতে হবে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
ফেসবুক পেজ