
সভাপতি সাগর, সম্পাদক তপন
সংবাদ বিজ্ঞপ্তি: সাংগঠনিক তৎপরতা জোরদারসহ পেশার উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়কর আইনজীবী সমিতি কুষ্টিয়ার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুর ২টায় আয়কর আইনজীবী সমিতির মিলনায়তনে ২০২৩-২০২৪ মেয়াদী ২ বছরের জন্য এই কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আয়কর আইনজীবী এম মাহফুজ হোসেন মুকুল। আয়কর আইনজীবী সমিতি কুষ্টিয়া পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে গত ২০ মার্চ সকল আইনজীবীদের মতামতের আলোকে প্রস্তুতকৃত খসড়া কমিটি গতকাল চুড়ান্ত হিসেবে ঘোষণা করা হয়। নব-গঠিত কমিটি সভাপতি মনোনীত হয়েছেন মোঃ গোলাম কিবরিয়া খান সাগর। এ কমিটির সহ-সভাপতি হয়েছেন সানোয়ার হোসেন আলমগীর, মোঃ আরিফুজ্জামান, মোহাম্মদ ইকবাল খান। সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আলী আকবর তপন। যুগ্ম সাধারন সম্পাদক- মোঃ আব্দুস ছালাম, কোষাধ্যক্ষ- মোঃ আবু জাফর, দপ্তর সম্পাদক- মোঃ মাহফুজুর রহমান রানা। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- শ্রী নিত্য গোপাল সাহা, মোঃ সাজ্জাদ হোসেন ও মোঃ সিফাতুল্লাহ সাঈদী। কমিটি ঘোষনার পর নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে কর অঞ্চল, খুলনার (সার্কেল-১৮, কুষ্টিয়া) সহকারী কর কমিশনার মোঃ ওয়াসিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।