
আলমডাঙ্গা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি: আলমডাঙ্গায় পৃথক পৃথক স্থান থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ জন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জানা গেছে, রবিবার রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার বেলগাছী গ্রামের জনৈক ব্যক্তি তার নিজ চায়ের দোকানে ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে আলমডাঙ্গা থানার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণাকারী নবাগত অফিসার্স ইনচার্জ বিপ্লব কুমার নাথের নির্দেশে রাতের টহল পুলিশের একটি চৌকস টিম ওই চায়ের দোকানে অভিযান চালিয়ে দোকান মালিক বেলগাছী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে বজলুর রহমান (৫৫)কে তার ক্যাশ বাক্সের মধ্যে থেকে ২০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে থানা হাজতে প্রেরণ করা হয়। অপর দিকে উপজেলার জেহালা ইউনিয়নের দক্ষিন গোবিন্দপুর গ্রামে এক মাদক বিরোধী অভিযানে সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ক্যাম্পের এস আই তাপস সরকার,এএসআই ইকবাল হোসেন সহ সংগীয় ফোর্স আলমডাঙ্গা-মুন্সিগঞ্জ রোডস্থ পাকা রাস্তার উপর মাদক বেঁচা-কেনার করার সময় ৩০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ওই গ্রামের মৃত আলী আকবার মল্লিকের ছেলে আবু সাঈদ(৫২),মৃত কিয়ামদ্দিনের ছেলে লিটন হোসেন (৩৮)কে ও মৃত আসাদুলহকের ছেলে সোহেল রানা (২৮)কে আবু সাঈদের বসতবাড়ীর আঙ্গিনা থেকে তাদের আটক করে থানা হাজতে প্রেরণ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা সহ গতকাল দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।