
পাংশা(রাজবাড়ী)প্রতিনিধি: আসন্ন পবিত্র মাহে রোমজানের ঈদকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু খান ব্যক্তিগত উদ্যোগে পাংশা-যশাই সড়কের সংস্কার শুরু করেন। জানা যায়, বিভিন্ন ভারী পরিবহনের বিরামহীন ভাবে যাতায়াতের কারণে পাংশা-যশাই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ এবং ধুলা কাদায় সয়লাভ হয়ে পড়ে। যা পথচারীদের এবং ছোট বড় পরিবহনের চলাচলর জন্য সড়কটি একে বারে অনুপযোগী হয়ে পড়ে। যশাই ইউনিয়ন বাসী জানান শুস্ক মৌসুমে ধুলার সময় ধলা এবং বৃষ্টি পাতের সময় কাদায় একে বারে একাকার হয়ে পড়ে। যা চলাচলের জন্য অযোগ্য বলে ইউপিবাসী সহ পথচারীরা জানান। পাংশা সাথে যশাই এবং বাহাদুরপুর ইউপির সাথে যোগাযোগের এক মাত্র সড়কই হচ্ছে এই সড়ক। সড়কটি দীর্ঘদিন খানা খন্দে ভরা থাকায় পথচারীদের চলা চলের ক্ষেত্রে চরম ভোগান্তির সৃষ্টি হলেও যেন দেখার কেউ নাই। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে তা ঐ ইউপির চেয়ারম্যান আবু খানের নজরে আসায় তিনি পথচারী এবং ইউপিবাসীর কথা বিবেচনা করে সরকারী বরাদ্দ ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে পাংশা-যশাই ইউপির সড়কটি সংস্কার করে পথচারীদেরকে চলাচলের জন্য উপযুক্ত করে তোলেন। এব্যাপারে যশাই ইউপির চেয়ারম্যান আবু খানের সাথে কথা হলে তিনি জানান উক্ত সড়কের সংস্কারের জন্য সরকারী ভাবে কোন প্রকার বরাদ্দ ছাড়াই ব্যক্তিগতভাবে সড়কটি সংস্কার করছেন। আর পাংশার যশাই ইউপির চেয়ারম্যান এবং যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু খান জনস্বার্থে পাংশার-যশাই সড়কটি সংস্কার করায় যশাই ইউপিবাসীসহ পথচারীরা তাকে অশেষ ধন্যবাদ জানান।