
সাহিদা পারভীন,কালুখালী ( রাজবাড়ী): রাজবাড়ীর কালুখালী উপজেলায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কেন্দ্র ও মসজিদ উদ্বোধন করেন।
ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও দৃষ্টিনন্দন মডেল মসজিদ কক্ষে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু কায়সার খাঁন, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান,কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব, ইসলামী ফাউন্ডেশন এর উপপরিচালক ইয়াছিন মোল্লা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, জেলা পরিষদের সদস্য ইউসুফ হোসেন,
ঠিকাদার কে এম ফজলে আলী ফারুক
প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান মন্ত্রীর উদ্বোধন ঘোষনার পর জেলা প্রশাসক আবু কায়সার খাঁন ও পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান দৃষ্টি মসজিদটির ফলক উন্মোচন করেন। এসময় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।