বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ন
নোটিশ
বালিয়াকান্দিতে সরকারী বৃক্ষ নিধনের উৎসব
/ ৯
প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৩:৪৯ অপরাহ্ন

সাহিদা পারভীন,কালুখালী(রাজবাড়ী): রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বেরুলী-নারুয়া সড়কের গাছ কাটার মহোৎসবে মেতে উঠেছে একটি চক্র। ফলে বৃক্ষহীন হয়ে পরছে সড়কটি। গত বৃহস্পতিবার সড়কটির বেরুলী এলাকা থেকে ১০ টি গাছ কেটে নেয় স্থানীয় মমিন বিশ্বাস ও আজাদ আলী। সরেজমিন এ দৃশ্য দেখতে গিয়ে দেখা হয় আজাদ এর সাথে। তিনি জানান,আমি গাছ কাটিনি। কেটেছি ডাল। যা বিক্রি করা হয়েছে ফিকির ব্যাপারীর কাছে। তিনি বলেন,সবাই কাটে তাই আমি কেটেছি। গাছের ১০টি গুড়ি কার সৃষ্টি জানতে চাইলে জানায়, ডিলার মমিন বিশ্বাসকে জিজ্ঞাসা করুন। মমিন বিশ্বাসের বাড়ীতে গেলে জানানো হয় সে বাড়ী নেই। তবে তার প্রতিবেশিরা জানায়,সে ঘরেই আছে। অবশেষে মমিনের সাথে কথা হয় মুঠো ফোনে। তিনি জানান,আমার কোন দোষ নেই। গাছ কেটেছে ফিকির ব্যাপারী। ফিকির ব্যাপারীর বাড়ী গেলে,তাকে পাওয়া যায় না। মুঠো ফোনে আলাপকালে সে জানায, আমি তেকাটি গ্রামে। অবশেষে তার সাক্ষাত মেলে। পুরো নাম রফিকুল ইসলাম ফিকির। সে জানায়, বেরুলী সড়কের গাছ কেটেছে মমিন বিশ্বাস। আমি শ্রমিক হিসেবে কাজ করেছি। মমিন বলেছে,ইউএনও সাহেবের পাশ আছে,তাই আমি কেটেছি। কর্তনকৃত গাছের মধ্যে ৭ টি মেহগনি,১টি কড়াই,১টি শিশু ও ১টি মাদার। যার স্থানীয় বাজার মূল্য লক্ষাধিক টাকা। স্থানীয় চেয়ারম্যান বাদশা আলমগীর জানায়,সরকারী বৃক্ষ নিক্ষনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
ফেসবুক পেজ