
সোনার বাংলা বিনির্মাণে ও প্রধানমন্ত্রীর সুনাম অক্ষুন্ন রাখতে ছুটছেন মাঠ পর্যায়ে
ফারুক আহমেদ,মেহেরপুর: মো: আজিজুল ইসলাম মেহেরপুর জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাতদিন তার সেবা পাচ্ছেন। হাঁসি মুখে সেবা দিচ্ছেন মেহেরপুর প্রান্তিক জনপদের মানুষকে। একারনে বর্তমান জেলা প্রশাসক একজন জনবান্ধব হিসাবে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে দাঁড় করিয়েছেন। এই কর্মকর্তা যোগদানের পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী সুনামকে অক্ষুন্ন রাখতে নিজে মাঠ পর্যায়ে ছুটে চলেছেন। কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি জনগনের সাথে গড়ে তুলেছেন সেতু বন্ধন। সোনার বাংলা বিনির্মাণে মাঠ পর্যায়ে তিনি কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন এরই মধ্যে।
জেলার সামাজিক ও মানবিক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য জেলাবাসীর কাছে ইতোমধ্যে তিনি মানবিক জেলা প্রশাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন। সদক্ষ সৎ, নির্ভীক, কর্মঠ ও নিরহংকারী মনের অধিকারী মানুষ তিনি।
তাঁর সততা কর্মস্পৃহা দায়িত্বশীলতা ও জনমানুষের প্রতি আন্তরিকতা তাঁকে বসিয়েছে এক অনন্য উচ্চতায়। প্রশাসনিক কর্মকর্তা হয়েও যে আমজনতার মাঝে মিশে যাওয়া যায় তিনি দেখিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত তাঁর কর্মদক্ষতায়,সততায়, আন্তরিকতার ছোঁয়ায় ও সাহসিকতার মাধ্যমে।
সেবা গ্রহীতাদের মতে , জেলা প্রশাসক মো: আজিজুল ইসলাম যেমন সময়ের প্রতি দায়িত্বশীল তেমনি কাজের প্রতিও দায়িত্বশীল। যে কোন শ্রেনী পেশার মানুষ সহজেই তার সাথে দেখা করে সমস্যার পাশাপাশি সুখ দু:খের কথা জানাতে পারেন। মনোযোগ দিয়ে সেবা প্রত্যাশীদের কথা শ্রবন করে সমাধান করার প্রানপন চেষ্টা করেন। তিনি জনগণের সেবকের ভূমিকায় অবতির্ণ হয়ে জেলা প্রশাসন সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারনাই পাল্টে দিয়েছেন। বর্তমান জেলা প্রশাসক একজন জনবান্ধব হিসাবে মাঠ পর্যন্ত কাজ করে চলেছেন।
মুজিবনগরের স্থানীয় বাসিন্দা জহির শেখ বলেন,জেলা প্রশাসক মো: আজিজুল ইসলাম যোগদানের কয়েকদিন পরেই ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস সফল ভাবে পালন করা হয়। অন্যান্য বছরের তুলনায় উৎসব মুখর ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠান আয়োজনে সর্ব মহলে প্রশংসিত হন তিনি।
মেহেরপুর জেলাকে মডেল করতে সকলে যেন সরকারী সেবা পায় এজন্য সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে একাধিক বৈঠক করে সহযোগিতা চেয়েছেন।
জেলা প্রশাসক মো: আজিজুল ইসলাম বলেন,সরকারের নির্দেশনা অনুযায়ী সকল কাজ করার চেষ্টা করছি। এছাড়া তিনি যতদিন মেহেরপুরে কর্মরত থাকবেন ততদিন মানুষের কল্যানে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। মেহেরপুরকে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
মো: আজিজুল ইসলাম চলতি বছর ৩রা এপ্রিল মেহেরপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শংকর পাশা গ্রামের গর্বিত স্কুল শিক্ষক মো: জাকির হোসেনের (নানু মাষ্টার) ছেলে। মেহেরপুরে যোগদানের পূর্বে তিনি দক্ষতা ও সততার সাথে বিভিন্ন রাস্ট্রীয় দায়িত্ব পালন করেছেন।