
নিজস্ব প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়ার মতিমিয়া রেলগেট এলাকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে সাইফুল ইসলাম সুমন (২৭) কে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে রবিনের গ্যাং বৃহস্পতিবার(৮ জুন) বিকাল সাড়ে ৪টায় কুষ্টিয়া মতি মিয়া রেলগেট এলাকায় প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসী রবিনের গ্যাং এ ঘটনা ঘটায়। রক্তাক্ত জখম সুমন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষ করে কুষ্টিয়া সদর থানায় ৬ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন। সূত্র মতে, কুষ্টিয়া চৌড়হাস মতি মিয়া রেলগেট এলাকার শহিদুল ইসলামের ছেলে সুমন,সাথে রবিনের গ্যাং সাথে পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে গ্যাংস্টার রবিনসহ সংঘবদ্ধ হয়ে এলাকায় সুমনের উপস্থিতি টের পেয়ে মোবাইল ফোনে কাজের কথা বলে ডেকে আনে। এনে পিটিয়ে রক্ষাক্ত জখম করে। গুরুতর আহত সুমন তাদের কাছে ক্ষমা চেয়েও নির্যাতন থেকে রক্ষা পায়নি। এরপরও আহত সুমনকে দীর্ঘক্ষন আটক রেখে আমানবিক নির্যাতন করেন। সুমনের চিৎকার শুনে তারা রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে সুমনের বাড়িতে খবর দেয় ও চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠাই। এ বিষয়ে সুমন কুষ্টিয়া মডেল থানা হাজির হয়ে একটি সাধারণ অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি জহুরুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি ,অভিযোগ অনুযায়ী পুলিশ তদন্ত করবে। তবে দোষী প্রমানিত হলে কাউকেই ছাড় দেয়া হবেনা।