বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:২১ পূর্বাহ্ন
নোটিশ
কুষ্টিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা এনামুল হক টিপুর দাফন
/ ৫
প্রকাশিত সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ৩:০২ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রীয় মর্যাদায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এর বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র অভিনেতা খন্দকার এনামুল হক টিপুর দাফন কার্য সম্পন্ন হয়েছে। গত ২৩ জুলাই (শুক্রবার) বাদ জুম্মা কুষ্টিয়া শহরতলীর কোর্ট স্টেশন জামে মসজিদে নামাজের জানাজা শেষে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার ও পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক টিপুকে শেষ বিদায় জানানো হয়। প্রসঙ্গমতে , কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার ঐতিহ্যবাহী পরিবারের বিশিষ্ট বেতার শিল্পী মরহুম খন্দকার লুৎফেল হক মোক্তারের ৫ম পুএ অভিনেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম খন্দকার রাজু আহমেদ ও বঙ্গবন্ধুর প্রথম প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা মরহুম খন্দকার আমিনুল হক বাদশা এবং সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার রাশিদুল হক নবার ছোট ভাই অভিনেতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার এনামুল হক টিপু গত ২০ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পিজি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন স্টোক জনিত কারণে বঙ্গবন্ধু চিকিৎসাধীন ছিলেন। পরে ২৩ জুলাই (শুক্রবার) বাদ জুম্মা কুষ্টিয়া কোর্ট ষ্টেশন মসজিদে মরহুমের নামাজের জানাজা শেষে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে পারিবারিক কবরস্থানে (রাজুর কবর) বীর মুক্তিযোদ্ধা এনামুল হক টিপুর দাফন কার্য সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
ফেসবুক পেজ