বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ পূর্বাহ্ন
নোটিশ
ভারতের রপ্তানি শুল্কের খবরে দেশে দাম বাড়ল পেঁয়াজের
/ ১৮
প্রকাশিত সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৫:২৬ অপরাহ্ন

এনএনবি : ভারত রপ্তানিতে শুল্ক আরোপের খবর আসতেই বাংলাদেশে বেড়ে গেছে পেঁয়াজের দাম। পাইকারি বাজারে মানভেদে পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়েছে। খুচরায় বেড়েছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। যদিও বাড়তি শুল্ক দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়নি।
ভারত নিজেদের বাজার সামাল দিতে গত শনিবার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। সেই খবর শনিবার সন্ধ্যায়ই ব্যবসায়ীরা জানতে পারেন। তখন থেকে পাইকারি বাজারে দাম বাড়তে শুরু করে।
ঢাকার শ্যামবাজার ও কারওয়ান বাজারে শনিবার আমদানি করা ভালো মানের পেঁয়াজের দাম ছিল ৫৪ থেকে ৫৫ টাকা কেজি। রোববার তা বিক্রি হয়েছে ৬০ থেকে ৬২ টাকা কেজি। খুচরায় এই পেঁয়াজ বিক্রেতারা ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি করেছেন।
আমদানি করা পেঁয়াজের পাশাপাশি দেশি পেঁয়াজের দামও বেড়েছে। খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি করতে দেখা যায় কেজি ৯০ টাকার আশপাশে, যা এক দিন আগে ৮০ থেকে ৮৫ টাকা ছিল।
রাজধানীর শ্যামবাজারের পেঁয়াজ আমদানিকারক আবদুল মাজেদ বলেন, পাইকারি বাজারে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকার কিছু বেশি বেড়েছে। দেশি পেঁয়াজের দাম আগে থেকেই বাড়তি ছিল। তিনি বলেন, ভারতের শুল্কের প্রভাবে বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজের সরবরাহ কম। কারণ, মৌসুম শেষের পথে।
এদিকে ভারত শুল্ক আরোপের পর শনিবার রাত থেকেই চট্টগ্রামের খাতুনগঞ্জে দাম বাড়তে থাকে। ওই দিন ও রোববার মিলিয়ে কেজিতে দাম বেড়েছে ১০ টাকার মতো।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) হিসাবে, দেশে পেঁয়াজের চাহিদা ২৫ লাখ টনের মতো। ব্যবসায়ীরা বলে থাকেন, মোট চাহিদার ৩০ শতাংশ আমদানি করতে হয়। সাধারণত ব্যবসায়ীরা ভারত থেকেই পেঁয়াজ আমদানি করেন। সেখানে পাওয়া না গেলে অন্য দেশে খোঁজ করা হয়।
দেশীয় কৃষকদের সুরক্ষা দিতে গত জুন পর্যন্ত পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) দেওয়া বন্ধ রেখেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। তবে মে মাসের শেষ দিকে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে ৪০-৪৫ থেকে ৮০-৯০ টাকা হয়ে যায়। ফলে আমদানির অনুমতি দেওয়া শুরু হয়।
ডিএইর তথ্যানুযায়ী, গত জুলাইয়ে শুরু হওয়া চলতি অর্থবছরে (২০২৩-২৪) এখন পর্যন্ত পেঁয়াজ আমদানি হয়েছে ৩ লাখ ৬০ হাজার টন। যদিও অনুমতি দেওয়া হয়েছে ১৩ লাখ টনের।
ভারত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর শুল্ক বহাল রাখবে। তত দিনে বাংলাদেশেও নতুন মৌসুম শুরু হয়ে যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
ফেসবুক পেজ