
আলমডাঙ্গা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন জাঁকজমক, আড়ম্বরপূর্ণে ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টির দিকে আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সম্মেলনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন ওসি অপারেশন মোঃ ফরিদ, এসআই মেজবাহ, প্যানেল পৌর মেয়র মজিবুল হক, সাবেক বণিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী শমসের মল্লিক, সাবেক বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাবেক বণিক সমিতির সভাপতি হাজী মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ঘেটু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল হক পকু, সাবেক সাধারণ সম্পাদক সেকেন্দার আলী কচি,বনিক সমিতির সদস্য বিশিষ্ট সমাজসেবক শহিদুল কাউনাইন টিলু, বণিক সমিতির সহ-সভাপতি কামরুজ্জামান হীরা। অনুষ্ঠানে বাৎসরিক হিসাবনিকাশ দিয়ে বক্তব্য রাখেন বনিক সমিতির অর্থ সম্পাদক আলাউদ্দিন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন। হারদী এম এস জোহা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক,বণিক ও হাবিবুল করিম চনচলের উপস্থাপনায় বক্তব্য রাখেন গার্মেন্টস মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হক রনি,সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিবর রহমান,সমাজকর্মী মহিউদ্দিন, আব্দুল রাজ্জাক রাজু, হাফেজ মোহাম্মদ মোতলিব হোসেনসহ হাজারো লোকজন।অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের ও আয়োজন করা হয়েছে।