
আলো ডেস্ক: এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই ধাক্কা। শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে সুপার ফোরে যাওয়ার সমীকরণ জটিল হয়ে গেছে বাংলাদেশের।
প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে যাবে। ফলে বাংলাদেশের এখন আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচটি জিততেই হবে, তার সঙ্গে আবার লাগতে পারে সমীকরণ। কী সেই সমীকরণ?
শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে খেলে আজই (শুক্রবার) পাকিস্তানের উদ্দেশে রওয়ানা দিচ্ছে বাংলাদেশ দল। গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচটি লাহোরে আফগানিস্তানের বিপক্ষে আগামী ৩ সেপ্টেম্বর।
বাংলাদেশ দলের ভ্রমণক্লান্তি তো থাকবেই, আফগানিস্তান আবার অনেকটা হোমভেন্যুর সুবিধা পাবে পাকিস্তানে। কেননা সেখানকার কন্ডিশন তাদের চেনা, কদিন আগে আবার পাকিস্তানের মাটিতে খেলেছে সিরিজ।
এতসব প্রতিকূলতা পেরিয়ে আফগানদের বিপক্ষে জিততেই হবে সাকিব আল হাসানদের। তার মধ্যে আবার মাথায় রাখতে হবে রানরেটের হিসেব-নিকেশ।
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারার পর রানরেটও নেমে গেছে বাংলাদেশের। এখন তাদের নেট রানরেট (-০.৯৫১)। আফগানিস্তানের বিপক্ষে তাই বড় ব্যবধানে জিততে হবে টাইগারদের।
রানরেটের প্রয়োজন হবে না যদি আফগানিস্তান দুটি ম্যাচই হেরে যায়। কিন্তু আফগানরা যদি বাংলাদেশের কাছে হেরে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তখন তিন দলেরই সমান ২ পয়েন্ট করে হবে। সেক্ষেত্রে রানরেটে এগিয়ে থাকা দুই দল যাবে সুপার ফোরে।
আর যদি বাংলাদেশ আফগানিস্তানের কাছে হেরে যায়, তবে আর কোনো সমীকরণ কাজে আসবে না। বিদায় হয়ে যাবে টাইগারদের।
অর্থাৎ গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিবদের। বাঁচামরার এই লড়াইয়ে জিতে ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে টাইগারদের।
সে ম্যাচে লঙ্কানদের কাছে আফগানিস্তান হেরে গেলে সুপার ফোরে উঠবে বাংলাদেশ, জিতে গেলে হিসেব হবে রানরেটের।
এক নজরে সুপার ফোরে যেতে বাংলাদেশের সমীকরণ
* ৩ সেপ্টেম্বর আফগানিস্তানকে হারাতেই হবে এবং শ্রীলঙ্কার কাছে ৫ সেপ্টেম্বর হারতে হবে আফগানদের। তাহলে আর কোনো সমীকরণ লাগবে না বাংলাদেশের।
*আফগানদের বড় ব্যবধানে হারাতে হবে। কেননা আফগানরা যদি ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তবে টাইগারদের পরের পর্বে যেতে হলে এগিয়ে থাকতে হবে রানরেটে।