বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ পূর্বাহ্ন
নোটিশ
স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত কন্ঠশিল্পী আব্দুল জব্বারের মৃত্যু বার্ষিকী পালন
/ ১৬
প্রকাশিত সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ৫:১৭ অপরাহ্ন

 

এম এ ওহাব, কুমারখালী থেকে:: ১ লা সেপ্টেম্বর ছিল স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কন্ঠশিল্পী মোঃ আব্দুল জব্বার এর মৃত্যু বার্ষিকী।
স্বাধীন বাংলা বেতারের গুনী এই কন্ঠশিল্পীর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা বিমল কুন্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত,
কুমারখালী শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক নাট্যভিনেতা কামরুজ্জামান আইয়ুব’র পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যভিনেতা আল আমিন, নাট্যভিনেতা পার্থ প্রতীম ঘোষ,কবি ও গীতিকার আনোয়ারুল ইসলাম, নাট্যভিনেতা শিশির কুমার বিশ্বাস, নাট্যভিনেতা কল্লোল অধিকারী , কন্ঠ শিল্পী জহুরুল ইসলাম, কবি বাচ্ছু সিংহ রায়,নাট্যভিনেতা মামুনুর রশিদ মানু প্রমুখ।
সঙ্গীত সন্ধ্যায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কন্ঠশিল্পী মোস্তফা কামাল ওমর।
আব্দুল জব্বার ১০ ফেব্রুয়ারি১৯৩৮ সালে জন্ম গ্রহণ করেন ২০১৭ সালের ৩০ আগষ্ট তিনি মৃত্যুবরণ করেন। তিনি একজন বাংলাদেশের শিল্পী। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রচারিত “সালাম সালাম হাজার সালাম” “জয় বাংলা বাংলার জয় সহ অনেক উদ্বুদ্ধকরণ গানের গায়ক হিসেবে পরিচিতি লাভ করেন।
তার গাওয়া তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় , সালাম সালাম হাজার সালাম ও জয় বাংলা বাংলার জয় গান তিনটি ২০০৬ সালে মার্চ মাসজুড়ে অনুষ্ঠিত বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০ টি বাংলা গানের তালিকায় স্থান করে নেয়। এছাড়াও তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত দুটি সর্বোচ্চ বেসামরিক পরিষ্কার একুশে পদক (১৯৮০) ও স্বাধীনতা পুরস্কারে (১৯৯৬) ভূষিত হন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
ফেসবুক পেজ