
নিজস্ব প্রতিবেদক : ২০ লাখ টাকা চাঁদা চেয়ে একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজারকে সপরিবারে হত্যার হুমকি দেয়া হয়েছে। হুমকির পর জীবনের নিরাপত্তা চেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন। থানা সূত্র জানায়, গত ২২ অক্টোবর ব্যাংক ম্যানেজার সজল রায়ের কাছে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে তার বড় মগবাজারে বাসায় চিঠি আসে। ডাক বিভাগের মাধ্যমে পাঠানো চিঠিতে জনৈক্য জাহামত নামের এক ব্যক্তি তিনদিনের মধ্যে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়া হয়। হুমকিদাতা হিসেবে চিঠিতে যার নাম লেখা আছে; আদৌ সেই নামে কাউকে তিনি চেনেন না। হুমকিদাতা চিঠিতে ব্যাংকার সজল রায়ের অফিস, বাসা, সন্তানের স্কুল সবই চেনে বলেও হুমকি দেয়। প্রাণভয়ে তিনি রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর : ১৩৩২, তারিখ : ২২/১০/২০২৩ ইং।