
দৌলতপুরে লক্ষাধিক জনতার শান্তি সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও দৌলতপুর যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী বলেছেন,বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বাচ্চু মোল্লার নেতৃত্বে বিএনপি’র একদল সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী গত ২৮ অক্টোবর নৈরাজ্য করার উদ্দেশ্যে ঢাকাতে প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে। পুলিশকে নির্মমভাবে পিটিয়ে পশুরমত হত্যা করেছেন। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখলাম হামলায় যারা অংশ নিয়েছে দৌলতপুর বিএনপি তথা বাচ্চু মোল্লার ক্যাডার বাহিনী। তিনি বলেন, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, পুলিশকে হত্যা, বাসের মধ্যে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাসহ বাচ্চু মোল্লার বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের কারনে আমাদের প্রশাসন যখন বাচ্চু মোল্লাকে গ্রেফতার করলো তখন আমাদের কিছু নেতা প্রশাসনকে বললেন, বাচ্চু মোল্লাকে এ্যারেষ্ট করা হলে দৌলতপুরে বিএনপি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে, রাস্তা-ঘাট বন্ধ করে দিবে, সন্ত্রাসী কার্যকলাপ চালাবে। তাই বাচ্চু মোল্লাকে ছেড়ে দেন। আমি ধিক্কার জানাই তাদের (ওই সকল নেতাদর)। আমি তাদের উদ্দেশ্যে বলবো, বাচ্চু মোল্লার সঙ্গে লিয়াজো বরে রাজনীতি করবেন না। সেদিন আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম বাচ্চু মোল্লাকে এ্যারেষ্ট করেন দৌলতপুর থানায় আমরা দেখবো কে রাস্তা বন্ধ করে, কে গাড়ী ঘোড়া বন্ধ করে, কে সন্ত্রাসী কার্যকলাপ করে। তার প্রতিবাদ যদি আমরা না করতে পারি, তা’হলে আমরা রাজনীতি থেকে বিদায় নিব। তার প্রতিবাদ স্বরুপ আজকে দৌলতপুর থানায় এই লক্ষাধিক মানুষের সামনে আপনাদের কাছে আমি কথা দিয়ে যাচ্ছি সারা বাংলাদেশের কথা আমরা জানিনা কিন্তু দৌলতপুর থানায় কোনরুপ অন্যায় বা অরাজকতা যদি বিএনপি তথা বাচ্চু মোল্লা সৃষ্টি করার চেষ্টা করে তার প্রতিবাদ করার জন্য আমরাই যথেষ্ট তার প্রমাণ এই সমাবেশের লক্ষাধিক মানুষ। বক্তব্যে তিনি বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিহত করতে না পারলে হাতে চুড়ি পড়ে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। টোকেন চৌধুরী লক্ষাধিক জন¯্রােতের শান্তি সমাবেশে আরো বলেন, দৌলতপুর থানায় কি কি উন্নয়ন হয়েছে তা আমার চেয়ে আপনারাই ভাল জানেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দৌলতপুর যেসকল উন্নয়ন সাধিত হয়েছে বা হচ্ছে আর কিছুদিন পর দৌলতপুর আর কোন কাঁচা রাস্তা খুঁেজ পাওয়া যাবেনা যে কাজ করার মত জায়গা থাকবে, দৌলতপুরের বিভিন্ন স্কুল কলেজে বিল্ডিং করার মত ফাঁকা জায়গা পাওয়া যাবেনা। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেগা প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকান্ড দেখেই আওয়ামী লীগ সরকারকে ভালোবাসে তাদের ভোটের মাধ্যমেই বারবার ক্ষমতায় এনেছেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও এদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের পক্ষেই রায় দিয়ে আবারও ক্ষমতায় আনবেন। তিনি যুবলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আর কয়েক মাস পরেই জাতীয় নির্বাচন। এই নির্বাচনে দৌলতপুরের আসনটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই তার প্রমান আজকের এই জনতার মহাসমাবেশ। একইসাথে দৌলতপুরের মাটিতে স্বাধীনতার বিপক্ষের শক্তি বিএনপি-জামাতের সকল সন্ত্রাসী কর্মকান্ডকে রাজনৈতিক ভাবেই মোকাবেলা করাও আহ্বান জানান তিনি। দেশব্যাপী বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস, অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে লক্ষাধিক জনতার শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দৌলতপুর যুবলীগ সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। গতকাল সোমবার বিকেল ৪টায় দৌলতপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে দৌলতপুর উপজেলা যুবলীগের আয়োজনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। দৌলতপুর আওয়ামী লীগের সদস্য ও প্রবীন আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সরদার হাসিম উদ্দিন হাসুর সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান বক্তা ছিলেন, দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। তিনি বিএনপি’র উদ্দেশ্যে বলেন, সমাবেশের নামে পুলিকে পিটিয়ে হত্যা করেছেন। অথচ বিপদে পড়লে তাদের কাছেই ছুটে যান আশ্রয়ের জন্য। অস্ত্র হাতে পুলিশ নীরবে হত্যা নির্যাতন সহ্য করেছে। কিন্তু আমরা তা সহ্য করবো না। এরপর কোন রকম নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তার দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ। শান্তি মহাসমাবেশে উপস্থিত ছিলেন, প্রাগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম হালসানা, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম হক চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক জাহিরুল ইসলাম, ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিশ্বাস, খলিসাকুন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, রিফাইতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলাউল মাস্টার, হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজদার হোসেন মেম্বার, দৌলতপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক আমিন লস্কর, সমাজ কল্যাণ সম্পাদক সালাউদ্দিন খান শাহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহেল মাসুদ সুইট, যুবলীগ নেতা আব্দুল মজিদ সহ উপজেলা যুবলীগ, আওয়ামী লীগ ও সগহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন দৌলতপুর যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চু ও জেলা কৃষকলীগ নেতা মামুন কবিরাজ। দৌলতপুর যুবলীগের শান্তি সমাবেশে উপজেলার ১৪ ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতা-কর্মীসহ লক্ষাধিক সর্বস্তরের জনতা বাস, মাইক্রোবাস, ট্রাক, অটো, ভ্যানসহ পায়ে হেঁটে ব্যনার ফেস্টুন নিয়ে বাদ্য বাজিয়ে নেচে গেয়ে অংশ নেয়। একপর্যায়ে শান্তি সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়।