
কুমারখালী প্রতিনিধিঃ দর্শনার্থীদের জন্য কুষ্টিয়ার কুমারখালী গড়াই ইকোপার্কে ’ আই লাভ কুমারখালী ’ লেখা সম্বলিত সেলফি পয়েন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার ( ৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় লাল কাপড় সরিয়ে সেলফি পয়েন্টের উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। এসময় উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, ইউএনও বিতান কুমার, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক, কুমারখালী সরকারি কলেজের প্রভাষক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেন প্রমূখ। জানা যায়, গড়াই নদীর কুলঘেঁষে অবস্থিত গড়াই ইকোপার্ক। পার্কে আগত দর্শনার্থীদের জন্য ইউএনও বিতান কুমার মন্ডলের পরিকল্পনা ও বাস্তবায়নে ’ আই লাভ কুমারখালী ’ লেখা সেলফি পয়েন্ট নির্মাণ করা হয়। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় দুই লাখ টাকা।